বরিশালে ৬ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৮:১১ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

বরিশালে ছয় প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ জানুয়ারি) বিকেলে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস।

আরও পড়ুন: ভ্রাম্যমাণ আদালত আইনের খসড়া অনুমোদন 

তিনি জানান, নোংরা, অপরিষ্কার পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, পানির ট্যাংকে শ্যাওলা, ডিপ ফ্রিজে কাঁচা ও রান্না খাবার একত্রে সংরক্ষণসহ নানা অনিয়মে ছয় প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

jagonews24

এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।