ফরিদপুরে ২০ দিনব্যাপী জসীম পল্লী মেলা চলছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:০০ পিএম, ২১ জানুয়ারি ২০২৩

‘তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আমাদের ছোট গায়, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়’ পল্লী কবি জসীম উদ্দীনের সেই উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে গত দুযুগ ধরে ফরিদপুরে বসছে জসীম পল্লী মেলায়। যেখানে প্রায় লক্ষাধিক মানুষ একত্রিত হন।

এবছরও ২০ দিনব্যাপী জসীম পল্লী মেলা শুরু হয়েছে। শহরতলীর অম্বিকাপুর পল্লী কবি জসীম উদ্দিনের বাড়ির আঙ্গিনায় কুমার নদের পাড়ে এ মেলা চলছে। চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

ফরিদপুরে ২০ দিনব্যাপী জসীম পল্লী মেলা চলছে

আরও পড়ুন: লক্ষ্মীপুরে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা শুরু

শনিবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক-ই-এলাহী (বীর বিক্রম) মেলার উদ্বোধন করেন।

মেলাকে ঘিরে সার্কাস, মৃত্যুকূপ (মোটর সাইকেল খেলা), নাগরদোলাসহ প্রায় ২০০ স্টল বসেছে। মেলায় গ্রামীণ সংস্কৃতির নানা উপাদান প্রদর্শন ও বিভিন্ন রকমের পণ্য সামগ্রীসহ দেশি খাবারের দোকান বসেছে।

ফরিদপুরে ২০ দিনব্যাপী জসীম পল্লী মেলা চলছে

আরও পড়ুন: সোনারগাঁও ইউনিভার্সিটিতে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক(ডিসি) ও জসীম ফাউন্ডেশনের সভাপতি ম. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাসহ আরও অনেকে।

এন কে বি নয়ন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।