চিলাউড়ায় ১ হাজার মানুষকে কম্বল দিয়েছে প্রবাসী গ্রুপ

শীতার্তদের কম্বল দিয়েছে প্রবাসী গ্রুপ
শীত নিবারণে সিলেটের চিলাউড়া উপজেলার হলদিপুর ইউনিয়নের সাতটি গ্রামে অসহায়দের কম্বল বিতরণ করেছে ‘প্রবাসী গ্রুপ’। গত দেড় মাসে শীতার্ত ১ হাজার গ্রামবাসীকে কম্বল দিয়েছে তারা।
লন্ডনে বসবাসরত চিলাউড়ার বাসিন্দাদের নিয়ে এ প্রবাসী গ্রুপটি গঠিত হয়েছে। বন্যাসহ যেকোনো দুর্যোগে এগিয়ে আসে চিলাউড়া প্রবাসী গ্রুপ।
ভবিষ্যতেও তারা সিলেটবাসীর পাশে থাকবে বলে জানিয়েছেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা রাশিদ আজিজ, আব্দুল হামিদ, তোফাজ্জল হোসেন, ইমরান লিটন, মিন্টু মিয়া, আবুল কায়ের লেবু মিয়া ও আব্দুল আলিম।
এসজে/এএসএম