মাদারীপুরে দেশ-বিদেশের আড়াইশ চিত্রকর্মে চলছে চারুকলা প্রদর্শনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩
চারুকলা প্রদর্শনী দেখতে ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ

মাদারীপুরে প্রথমবার চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী চলছে। ২০ জানুয়ারি পৌর শহরের শকুনি লেকপাড়ের মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে শুরু হওয়া এ প্রদর্শনীতে দেশ-বিদেশের ২৩০ চিত্রকর্ম স্থান পেয়েছে। এমন প্রদর্শনীতে খুশি মাদারীপুরবাসী।

প্রতিদিনই সন্তানদের নিয়ে চারুকলা প্রদর্শনী দেখতে আসছেন অভিভাবকরা। ১২ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

আয়োজকরা জানান, চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। এতে মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম, জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনসহ ৩টা গ্যালারিতে ২০০ জন শিল্পীর ২৩০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে ৫০ জন বিদেশি শিল্পীর চিত্রকর্ম আছে। কয়েকজন দেশি শিল্পীর ভাস্কর্যও আছে। এছাড়া একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের আকা ১৫টি চিত্রকর্ম রাখা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, করোনা ভাইরাস ও তার প্রতিকার, প্রকৃতি, ঐতিহ্যসহ নানা চিত্র দেখতে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। প্রয়াত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের নামে এ প্রদর্শনী হচ্ছে।

জেলার বাইরেও শরীয়তপুর, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ থেকেও শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষের পদচারণায় মুখর প্রদর্শনী প্রাঙ্গণ।

এ প্রদর্শনীতে স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ঐশিক অদ্রির চিত্রকর্ম। এ বিষয়ে তিনি বলেন, ‘কাজী আনোয়ার হোসেনের চিত্রকর্ম সবসময় আমাকে অনুপ্রাণিত করেন। তিনি চারুকলার বোটম্যান নামে খ্যাত, তার নৌকার চিত্রকর্মগুলো আমাকে খুব আকর্ষিত করেছে। এখানে আমার যে চিত্রকর্মটি স্থান পেয়েছে তার নাম দিয়েছি হিস্টেরিয়া অ্যান্ড কালমিনেটেড গিল্ট।

ঐশিক আরও বলেন, আমার চিত্রকর্মের মাধ্যমে মানুষের মানসিক স্বাস্থ্যকে তুলে ধরেছি। অনেক ধরনের মানুষ আছে যারা তাদের মানসিক যন্ত্রণা চাইলেও কাউকে বলতে পারেন না, তুলে ধরতে পারেন না। যার কারণে তারা সবসময় বিষণ্নতায় ভোগেন। আমি সেই কাজটিই করেছি আমার চিত্রকর্মের মধ্য দিয়ে। যারা মানসিক দুশ্চিন্তায় থাকেন তাদের সহযোগিতার জন্য কেউ কেউ এগিয়ে এলেই মনে করবো আমার চিত্রকর্মের সার্থকতা।

মাদারীপুরে দেশ-বিদেশের আড়াইশ চিত্রকর্মে চলছে চারুকলা প্রদর্শনী

প্রদর্শনীতে স্থান পাওয়া আরেক শিল্পী স্নিগ্ধা ভট্টাচার্য। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা বিভাগে চিত্রকলায় স্নাতকোত্তর শেষ করেছেন। তিনি বলেন, আমার একটি চিত্রকর্ম এখানে প্রদর্শন হচ্ছে। এ ছবিতে মানবমনের স্নায়ুযুদ্ধের অবিরাম প্রবাহ ধারায় যে মনস্তাত্ত্বিক দিকগুলো উন্মোচিত হচ্ছে, তা ধরার চেষ্টা করেছি। তবে জেলা পর্যায়ে এ ধরনের প্রদর্শনীতে এত দর্শনার্থী দেখে আমি মুগ্ধ হয়েছি। কারণ এসব চিত্র প্রদর্শনগুলো সাধারণ ঢাকা বা বিভাগীয় কেন্দ্রিক হয়ে থাকে। মফস্বল পর্যায়ে খুব একটা দেখা যায় না।’

ঘুরতে আসা ১০ বছরের ছোট্ট শিশু আয়ান জানায়, আমি কখনো এক সঙ্গে এতগুলো ছবি দেখিনি। এত সুন্দর সুন্দর ছবি দেখে আমার অনেক ভালো লেগেছে।

পৌরসভা অফিস সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ফাইজা সিমি বলেন, এ প্রদর্শনী আমার অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর সুন্দর ছবি দেখে অনেক ভালো লেগেছে।

আরেক দর্শনার্থী শিক্ষক মাহবুব হোসেন এসেছেন সপরিবারে। তিনি বলেন, এ ধরনের প্রদর্শন খুবই প্রশংসার দাবিদার। আন্তর্জাতিক মানের এ চিত্রকর্ম দেখে আমরা মুগ্ধ। আবারও আসবো দেখতে। আশা করছি এ আয়োজন আবারও হবে।

মাদারীপুরে দেশ-বিদেশের আড়াইশ চিত্রকর্মে চলছে চারুকলা প্রদর্শনী

চিত্র প্রদর্শনী দেখতে আসা আল শাহরিয়ার করিম বলেন, সত্যিই এমন প্রদর্শনী মুগ্ধ করেছে। জেলা শহরে এমন অনুষ্ঠান প্রথম হওয়ায় দারুণ খুশি আমরা।

কাজী আনোয়ার হোসেন আর্ট মিউজিয়ামের কিউরেটর ইমরান হোসেন জাগো নিউজকে বলেন, মাদারীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিকে দেশব্যাপী পরিচিত করতে আমাদের এ প্রচেষ্টা। প্রতিদিনই প্রদর্শনীতে ভিড় লক্ষণীয়। তবে বিকেলের পর থেকে ভিড় বেশি হয়।

ইমরান হোসেন আরও বলেন, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন মাদারীপুরের একজন কৃতি সন্তান। তিনি চারুকলার বহুবিধ মাধ্যমে নিরীক্ষাধর্মী চিত্রকর্ম সৃজনে ব্রত ছিলেন। বিশেষ করে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকাকে বিষয়বস্তু করে অগণিত চিত্রকর্ম সৃষ্টির কারণে তিনি ‘নৌকা আনোয়ার’ বলে খ্যাত। তার চিত্রকর্ম দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সংরক্ষিত আছে। এছাড়া বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার সার্কিট হাউজে তার শিল্পকর্ম আছে।

চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের নাতনি ফারিয়া ইসলাম এশা বলেন, ‘মাদারীপুরে এ ধরনের চিত্র প্রদর্শন প্রথম। এ আয়োজন করতে পেরে আমরা অনেক আনন্দিত।’

মাদারীপুরে দেশ-বিদেশের আড়াইশ চিত্রকর্মে চলছে চারুকলা প্রদর্শনী

চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের ছেলে একুশে পদপ্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী আশিকুর রহমান অপু বলেন, আমার বাবা ২০১৬ সালে একুশে পদক পেয়েছেন। তার দেড় হাজারের বেশি চিত্রকর্ম এখনো আমার কাছে সংরক্ষিত রয়েছে। আমার বাবা ‘নৌকা আনোয়ার’ হিসেবে পরিচিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাবার চিত্রকর্ম ইন্দিরা গান্ধীকে উপহার দিয়েছিলেন।

অপু আরও বলেন, বাবা তার চিত্রকর্মের মধ্য দিয়ে মানুষের কথা বলেছেন। মানুষের জীবনের কথা বলেছেন। তিনি চেয়েছেন সমাজের জন্য কিছু করতে, মানুষের জন্য সুখ-দুঃখের কথা তার চিত্রকর্মের মধ্যে দিয়ে তুলে ধরতে। তাই নতুন চিত্রশিল্পীদের বলবো তারা যেন বাবার মতো মানুষের জন্য কিছু করেন, সমাজের জন্য কিছু করেন।

তিনি বলেন, সাধারণ এ ধরনের প্রদর্শন রাজধানী কেন্দ্রিক হয়ে থাকে। আমরা সেই ধারাকে বদলাতে, জেলার মানুষকে আনন্দ দিতে এ আয়োজন করেছি। এটি প্রতি দুবছর পর পর জাতীয়ভাবেই অনুষ্ঠিত হবে।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ১২ দিনব্যাপী মাদারীপুর উৎসব চলছে। এ ধরনের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। মাদারীপুরবাসীও এ প্রদর্শনী দেখে অনেক মুগ্ধ হয়েছেন।

আয়শা সিদ্দিকা আকাশী/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।