তত্ত্বাবধায়ক সরকারের দাবি একেবারেই অযৌক্তিক: দীপু মনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত করে নষ্ট করে পঁচিয়ে ফেলেছে বিএনপি। বিচারপতিদের বয়স সীমা বাড়িয়ে যখন তারা নিজেদের ইচ্ছেমতো তত্ত্বাবধায়ক সরকার তৈরি করেছে তখনই এ সরকার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তারপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশের সর্বোচ্চ আদালত ও জনগণের কাছে প্রত্যাক্ষিত হয়েছে। এখন আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা একেবারেই অযৌক্তিক।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ শেষে একথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন: পরীক্ষা-ভীতি থাকবে না, শিক্ষা হবে আনন্দময়: শিক্ষামন্ত্রী

মন্ত্রী বলেন, যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তাদের দুঃশাসন ও ব্যাপক দুর্নীতির কারণে মানুষের কাছে প্রত্যাক্ষিত হয়েছে। ২০০৮ সালের নির্বাচনে তারা মাত্র ২৯টি আসন পেয়েছে। পরে আরও একটি আসন পায়। তারপর আবার ২০১৩-১৪ সালে তারা মানুষকে পুড়িয়ে মেরেছে। তাদের অতীত সব রেকর্ডই খারাপ। এমনকি এই নিকট অতীতের রেকর্ডও অত্যন্ত খারাপ। সেজন্য মানুষের কাছে তাদের কোনো স্থান নেই। সে কারণে এখন তারা মরিয়া হয়ে যেকোনো ধরনের ইস্যু তৈরি করার চেষ্টা করছে। তাই যেটা মৃত সেটাকেও তারা এখন ইস্যু করার চেষ্টা করছে।

মন্ত্রী আরও বলেন, রাজনৈতিকভাবে যেকোনো দলেরই টিকে থাকার জন্য নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী অংশ নিতে হয় এবং নির্বাচন করতে হয়। আমি আশা করবো দেশের সব রাজনৈতিক দলই এবারের নির্বাচনে অংশ নিবেন।

আরও পড়ুন: নতুন বইয়ের ছবিটি বিভিন্ন সময়ের মানুষের ছবি: শিক্ষামন্ত্রী

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাতসহ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

নজরুল ইসলাম আতিক/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।