ঐতিহ্যের পলো উৎসবে মেতে উঠলো সহস্রাধিক মানুষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৯:২২ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩

সিলেটের জৈন্তাপুরের হরুজুরি বিলে ঐতিহ্যের পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) উপজেলার দরবস্ত ইউনিয়নের ১৫ গ্রামের সহস্রাধিক মানুষ এ উৎসবে অংশ নেয়।

স্থানীয়রা জানান, সপ্তাহখানেক আগ থেকে গ্রামের মসজিদের মাইকে পলো বাওয়া উৎসবের তারিখ ঘোষণা করা হয়। খবর জানার পর লোকজন বাজার থেকে নতুন পলোসহ মাছ শিকারের বিভিন্ন জাল ক্রয় করেন।

ঐতিহ্যের পলো উৎসবে মেতে উঠলো সহস্রাধিক মানুষ

আরও পড়ুন: পলো দিয়ে মাছ ধরার উৎসব

শনিবার সকাল থেকে পলো, হাতাজাল, উড়ালজাল ও লাঠিজালসহ নানা ধরণের মাছ ধরার জিনিসপত্র নিয়ে হরুজুরি বিলে জমায়েত হয় মানুষ। ঘড়ির কাটায় নির্ধারিত সময় বেজে ওঠলেই সবাই মিলে এক সঙ্গে পলো নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়েন। কেউ কেউ বিভিন্ন ধরনের জাল দিয়েও মাছ শিকার করে আনন্দ পান।

প্রতি বছর মাঘ মাসের প্রথম সপ্তাহে গ্রামের লোকজন বিলে পলো বাওয়া উৎসব পালন করে থাকেন। নির্ধারিত তারিখে উৎসবটি পালন করতে অনেক প্রবাসীরা দেশের বাড়িতে চলে আসে। এ বছরও উৎসবটি উপভোগ করতে অনেক প্রবাসীরা দেশে এসেছেন।

ঐতিহ্যের পলো উৎসবে মেতে উঠলো সহস্রাধিক মানুষ

আরও পড়ুন: পলো বাওয়া উৎসব, নদী পাড়ে আনন্দের ঢল

উৎসবে আসা সত্তরোর্ধ্ব আমিনুর রহমান জানান, দেড়শত বছর ধরে পূর্বপুরুষরা এ পলো বাওয়া উৎসব করে আসছেন। গত দুই বছর করোনার কারণে এ উৎসব পালন করেনি। এ বছর পুনরায় আগের ধারাবাহিকতা রক্ষায় উৎসবটি পালন করছেন।

চাল্লাইন গ্রামের মোশাহিদ আলী বলেন, পলো বাওয়া উৎসব আমাদের গ্রামের একটি ঐতিহ্য। আমার কাছে পলো বাওয়া উৎসব মজার বিষয়। শত ব্যস্ততার মধ্যেও এ উৎসবে আমরা অংশ গ্রহণ করি।

ছামির মাহমুদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।