সাবেক আইজিপির নামে প্রতারণা, যুবকের ৩ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০১:১২ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩

সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা, গ্রেফতার যুবক

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন-আমিরুল ইসলাম আমিনুল (২৫)। তিনি নওগাঁ জেলার খাগড়া (জেলে পাড়া) এলাকার মৃত আফছার মণ্ডলের ছেলে।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, আমিনুল ২০১৮ সালের আগস্টে সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে লোকজনকে ফোন দিয়ে প্রতারণা করতেন। এরপর নওগাঁ সদর মডেল থানায় তার নামে একটি মামলা করা হয়। সাক্ষী গ্রহণ শেষে আজ এ মামলায় রায় ঘোষণা করা হয়।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, ৬ মাসের কারাদণ্ড

তিনি আরও বলেন, আমিনুলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত । রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সাখাওয়াত হোসেন/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।