রাজশাহীতে বরই পাড়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক নিহত

রাজশাহীতে বরই পাড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কাজেম আলী বিদ্যুৎ (৪০) নামের একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নগরীর ছোট বনগ্রাম ক্লাব মোড়ে এ ঘটনা ঘটে।
কাজেম আলী বিদ্যুৎ ওই এলাকার মৃত শমশের আলীর ছেলে।
স্থানীরা জানায়, দুপুরে বরই পাড়াকে কেন্দ্র করে নাসিম ও আকাশের ছুরিকাঘাতে গুরুতর আহত হন কাজেম। আহত অবস্থায় তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে গৃহবধূকে ছুরিকাঘাত, যুবক গ্রেফতার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বলেন, বরই পাড়া নিয়ে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে চন্দ্রিমা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চালছে।
সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস