শিক্ষার্থীদের সড়ক অবরোধে মুক্তি পেলেন গ্রেফতার শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩

অডিও শুনুন

সিলেটের গোলাপগঞ্জের এমসি একাডেমির এক শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে এবং ওই শিক্ষকের মুক্তির দাবিতে থানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক শতাধিক সাধারণ শিক্ষার্থী। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে গ্রেফতার শিক্ষককে মুক্তি দেওয়া হয়। পরে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

জানা গেছে, রাজধানীর বনানী থানার একটি মামলায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক দেবব্রত চৌধুরীকে আটক করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তারা বুধবার (০১ ফেব্রুয়ারী) রাতে তাকে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে ঢাকার বনানী থানায় ২০১৪ সালের ২৬ জুন দায়েরকৃত একটি প্রতারণা ও জালিয়াতি মামলা রয়েছে।

শিক্ষার্থীদের সড়ক অবরোধে মুক্তি পেলেন গ্রেফতার শিক্ষক

এদিকে শিক্ষককে গ্রেফতারের বিষয়টি জানার পর বৃহস্পতিবার সকাল থেকে এমসি একাডেমির শিক্ষার্থীরা সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন। তারা শিক্ষক দেবব্রত চৌধুরীর মুক্তি চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এক পর্যায়ে বিটিআরসির কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেবব্রত চৌধুরী নামের ওই শিক্ষককে ছেড়ে দিতে বাধ্য হয়।

এ বিষয়ে গ্রেফতারের পর আন্দোলনের মুখে মুক্তি পাওয়া শিক্ষক দেবব্রত চৌধুরী বলেন, তিনি দীর্ঘ ২০ বছর ধরে এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করছেন। তিনি কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত নন এবং তার বিরুদ্ধে কোনো মামলার ব্যাপারে তিনি কোনো কিছু জানেন না।

শিক্ষার্থীদের সড়ক অবরোধে মুক্তি পেলেন গ্রেফতার শিক্ষক

তার দাবি, এখানে কোনো ভুল আছে অথবা এই মামলায় তাকে ফাঁসানো হয়েছে। সঠিক তদন্ত করে সঠিক অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ওই শিক্ষককে পুলিশ আটক করেনি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একটি দল শিক্ষক দেবব্রত চৌধুরীকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছিলেন বনানী থানার বিটিআরসির জালিয়াতির একটি মামলায়। পরবর্তীতে বিটিআরসির কর্মকর্তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ওই শিক্ষককে আদালতে আত্মসমর্পণের শর্তে ছেড়ে দেন।

ছামির মাহমুদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।