পাবনায় দালালদের গ্রেফতার দাবিতে ইন্টার্ন নার্সদের বিক্ষোভ

পাবনা জেনারেল হাসপাতালের দালালদের গ্রেফতার ও বিচার দাবিতে তৃতীয় দিনের কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন নার্সরা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন তারা।
এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের মেডিসিন ইউনিটে নার্স রাজা হোসেনকে (২৫) মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার পর কর্মবিরতিতে যান হাসপাতালের ইন্টার্ন নার্সরা। এর সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনার বিচার চেয়ে হাসপাতাল পরিচালক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাছে লিখিত অভিযোগ দেন।
আরও পড়ুন: চট্টগ্রাম মেডিকেলে নার্সদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার
তাদের দাবির মধ্যে রয়েছে- হাসপাতালে কর্তব্যরত নার্সদের ব্যক্তি স্বাধীনতা দেওয়া, রোগী হয়রানি বন্ধ করা, নার্সদের নিরাপত্তা নিশ্চিত করা, নার্সদের কাজে কোনো হস্তক্ষেপ না করা ও নার্সদের যথাযথ সম্মান নিশ্চিত করা ইত্যাদি।
পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর বলেন, ঘটনা শোনার পরপর হাসপাতালের ইন্টার্ন নার্সদের কাছে যাই। তবে অভিযুক্তকে সেখানে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাসপাতালের পরিচালনা পরিষদ বৈঠক করেছে। বহিরাগতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পদক্ষেপ নেওয়া হবে।
আমিন ইসলাম জুয়েল/আরএইচ/জিকেএস