সাভারে স্বামীর হাতে স্ত্রী খুন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি (সাভার) ঢাকা
প্রকাশিত: ০৮:০১ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

সাভারে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী দ্বীন ইসলাম ওরফে বাবুকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের আনন্দপুরে নিহতের খালুর বাসায় এ ঘটনা ঘটে। নিহত সুলতানা টাঙ্গাইল জেলার নাগরপুর থানার গোকুলহাট এলাকার মোস্তফা মিয়ার মেয়ে। তিনি স্বামী সঙ্গে সাভারের আনারকলি এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন।

ঘাতক দ্বীন ইসলাম ওরফে বাবু পটুয়াখালীর অমতলী থানার টেপুরা গ্রামের শাজাহান খলিফার ছেলে। পেশায় অটোচালক।

আরও পড়ুন: আশুলিয়ায় আরিফ হত্যাকাণ্ড, মূলহোতাসহ গ্রেফতার ৪

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনদিন আগে স্বামীর সঙ্গে রাগ করে সুলতানা বেগম তার খালু খোশ মোহাম্মদের বাড়িতে আসেন। স্বামী বৃহস্পতিবার বিকেলে খালু শ্বশুরে বাড়িতে এসে স্ত্রী সুলতানাকে নিয়ে যেতে চান। এসময় সুলতানা যেতে রাজি না হলে কোমর থেকে ছুরি বের করে তার পেটে ছুরিকাঘাত করেন। তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে স্থানীয়রা স্বামী বাবুকে গণধোলাই দিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে পুলিশ সোপর্দ করেন।

আরও পড়ুন: আশুলিয়ায় পুলিশের চাঁদাবাজি বন্ধে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

মাহফুজুর রহমান নিপু/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।