দেশ চরম ক্রান্তিকাল পার করছে: সেলিমা রহমান

দেশ এখন চরম ক্রান্তিকাল পার করছে বলে দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমানের।
তিনি বলেন, বিএনপি সারাদেশে তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করছে। এ দাবি শুধু বিএনপির একার নয়, জনগণেরও আছে।
১০ দফা দাবিতে শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা দখল, লুণ্ঠন, দুর্নীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগের ইতিহাস দেশবাসী জানে, এ ইতিহাস পরিবর্তন করা যাবে না। তাই দেশবাসীকে সঙ্গে নিয়ে এ সরকারের পদত্যাগে বাধ্য করতে হবে।
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাহসিনা রুশদীর লুনা, ড. মো. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোক্তাদির, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমানসহ আরও অনেকে।
ছামির মাহমুদ/এসজে/এমএস