খুলনায় বিএনপির ৪৭ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

খুলনায় পৃথক মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৫ জানুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দেন।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান বলেন, খুলনার বটিয়াঘাটা, ডুমুরিয়া ও পাইকগাছা থানার পৃথক তিনটি মামলায় পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, বটিয়াঘাটা উপজেলার বিএনপির সভাপতি খায়রুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক খন্দকার ফারুক, জলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিকুজ্জামানসহ ৪৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।

খুলনায় বিএনপির ৪৭ নেতাকর্মী কারাগারে

আরও পড়ুন: খুলনায় বিএনপির ৬৩ নেতাকর্মী কারাগারে

আসামিপক্ষের আইনজীবী মো. মোমরেজুল ইসলাম বলেন, খুলনার তিন থানায় করা মামলায় ৬১ নেতাকর্মী হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নিয়েছিলেন। গত ২২ জানুয়ারি তারা খুলনার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। আদালত নথি তলব করে রোববার শুনানির দিন ধার্য করেন। রোববার (আজ) ৬১ আসামির মধ্যে একজন অসুস্থ থাকায় ৬০ জন আদালতে হাজির হন। তাদের মধ্যে ১৩ জনের জামিন মঞ্জুর করা হয়৷ আর বাকি ৪৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

আলমগীর হান্নান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।