আদালতে সাক্ষ্য দেওয়ায় চাচার ওপর হামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার

আদালতে সাক্ষ্য দেওয়ায় চাচার ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে চাচাকে উদ্ধার করে।
অভিযুক্ত ভাতিজার নাম ময়েন উদ্দিন। তিনি মির্জাপুর গ্রামের মৃত আবুল প্রামাণিকের ছেলে। আর আহত চাচা আমছের প্রামাণিক মির্জাপুর গ্রামের আফাজ প্রামাণিকের ছেলে।
জানা গেছে, রাজাই প্রামাণিক নামে এক প্রবাসী ময়েন উদ্দিনের কাছ থেকে ২০১৬ সালে জমি কেনার জন্য ১ লাখ টাকা দিয়ে বায়না করেন। এতে সাক্ষী ছিলেন আমছের প্রামাণিক। বায়না নেওয়ার পরও দীর্ঘদিন সেই জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় গত মাসে আদালতে মামলা করেন রাজাই প্রামাণিক। সেই মামলায় সম্প্রতি আদালতে সাক্ষ্য দিয়েছেন আমছের। এতে ক্ষুব্ধ হন ভাতিজা ময়েন। বেশ কয়েকদিন ধরে চাচাকে হুমকি দিচ্ছিলেন তিনি।
আমছের প্রামাণিক জানান, রোববার জমিতে কাজ করার সময় ময়েনসহ বেশ কয়েকজন লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা করেন। এসময় পাশের এক বাড়িতে আশ্রয় নিয়ে তিনি প্রাণে রক্ষা পান। একপর্যায় ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসকের কাছে গিয়ে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।
তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত ভাতিজার সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমিন ইসলাম জুয়েল/এমআরআর/জিকেএস