মির্জাপুর মহিলা কলেজ/

প্রতিষ্ঠার ২৬ বছরেও হয়নি শহীদ মিনার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৯:৩০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজ

টাঙ্গাইলের মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার ২৬ বছর পার হলেও শহীদ মিনার গড়ে ওঠেনি। এতে ভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছেন না কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী।

এলাকাবাসী জানান, ১৯৯৭ সালে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামে কলেজটি প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে ২০১০ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। এছাড়া ২০১৩-১৪ অর্থবছরে একটি চারতলা ভবনসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে এ কলেজে। কিন্তু ২৬ বছরেও শুধু নির্মিত হয়নি শহীদ মিনার।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কয়েকজন ছাত্রী জানান, শহীদ মিনার না থাকায় তারা ভাষা শহীদসহ অন্যদের শ্রদ্ধা জানাতে পারছেন না। এটা তাদের জন্য এক ধরনের লজ্জার বিষয়।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদ জাগো নিউজকে বলেন, আর্থিক সংকটসহ বিভিন্ন কারণে এতদিন শহীদ মিনার নির্মাণ সম্ভব হয়নি। স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ প্রায় দেড়মাস আগে দুই লাখ টাকা অনুদান দিয়েছেন। সেই টাকা দিয়ে বর্তমানে মাঠ ভরাটের কাজ চলছে। এরপর শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হবে।

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো জাকির হোসেন জাগো নিউজকে বলেন, বার বার কলেজের অধ্যক্ষকে শহীদ মিনার নির্মাণের জন্য তাগিদ দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন পর কলেজ পরিচালনা পরিষদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার জাগো নিউজকে বলেন, শহীদ মিনার নির্মাণ হচ্ছে চেতনার ব্যাপার। মহিলা কলেজে আর্থিক সংকট নাকি চেতনার সংকট সেটিই দেখার ব্যাপার।

এস এম এরশাদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।