পার্ক করার নামে ২ ভায়রার কোটি টাকা নিয়ে উধাও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩
অভিযুক্ত ফজলুল হক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পার্ক করার নামে দুই ভায়রার কাছ থেকে ১ কোটি ২২ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন ফজলুল হক (ফজলু) নামের এক ব্যক্তি।

এ ঘটনায় রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নাটোরের গুরুদাসপুর থানার বিলকাঠোর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন (৪১)।

অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ থানার ঢাকা-রাজশাহী রোডের ১০ নম্বর ব্রিজের সঙ্গে দৃষ্টিনন্দন পার্ক গড়ে তোলার কথা বলে বিভিন্ন সময় স্ট্যাম্পের মাধ্যমে জামাল উদ্দিন ও তার ভায়রা দিদার আলীর (৩৯) কাছ থেকে ফজলু নগদ ১ কোটি ২২ লাখ টাকা নেন।

ভুক্তভোগী জামাল উদ্দিন বলেন, ওই ১০ নম্বর ব্রিজ এলাকায় আমার জমিতে চাষাবাদ করার জন্য যেতাম। এ অবস্থায় বিভিন্ন সময়ে ফজলুল হক আশপাশের জমিগুলো মাপতে আসতেন। জিজ্ঞাসা করলে জানতে পারি তিনি সেখানে দৃষ্টিনন্দন পার্ক গড়ে তুলবেন। তবে দুজন অংশীদার লাগবে। সেই সুবাদে আমি ৭৫ লাখ ও ভায়রা দিদার আলী ৪৭ লাখ টাকা ফজলুল হককে দেই। কিন্তু ফঝলুলের কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে না। স্ট্যাম্পে চুক্তিবদ্ধ থাকা শর্তেও টাকা ফেরত না পেলে আমাদের ভিক্ষা করে খেতে হবে।’

একই কথা বললেন তাড়াশ উপজেলার বাসিন্দা দিদার আলীও। তিনি বলেন, টাকা নিলেও পার্ক করার জন্য কোনো জমি কেনেননি। এখন টাকা চাইতে গেলে উল্টো হুমকি দিচ্ছে। পৈতৃক ১২ বিঘা সম্পত্তি বিক্রি করে ৪৭ লাখ টাকা তাকে দিয়েছিলাম।

এদিকে অভিযুক্ত প্রতারক ফজলুল হকের মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে খোঁজ নিয়ে জানা যায়, ফজলুল হক দীর্ঘদিন ধরে এমন প্রতারণা করে অঢেল সম্পদ গড়ে তুলেছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জাগো নিউজকে বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এম এ মালেক/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।