সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা, দুইদিন পর মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩
আব্দুল কুদ্দুস সরকার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকারকে (৬০) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নিহত আব্দুল কুদ্দুস সরকারের ছেলে রুহুল আমীন অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনকে আসামি করে তাড়াশ থানায় হত্যা মামলা করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জাগো নিউজকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাওকে গ্রেফতার করা যায়নি। তবে আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে দেশীগ্রাম ইউনিয়নের ভোগমান চারমাথা বাজারে ছেলে রুহুল আমীনের দোকানে বসেছিলেন আব্দুল কুদ্দুস সরকার। এসময় ১০/১৫ জন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত সেখানে তাকে গুলি করে পালিয়ে যায়

দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, আব্দুল কুদ্দুস সরকার এলাকার একজন প্রবীণ আওয়ামী লীগ নেতা। হামলাকারীরা হ্যান্ডমাইকে চরমপন্থি সর্বহারা দলের স্লোগান দিয়ে এ হামলা চালিয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে রোববার দাফন সম্পন্ন করা হয়।

এম এ মালেক/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।