গাজীপুরে ছুরিকাঘাতে পোশাককর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:২৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
প্রতীকী ছবি

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বনরুপা রোডের মাথায় ছুরিকাঘাতে এক পোশাককর্মী নিহত হয়েছেন। তার নাম তানজিলা আক্তার (১৮)। রোববার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, তানজিলা আক্তার ও ফয়সাল একই কারখানায় চাকরি করতেন। সে সুবাদে তানজিলাকে প্রেমের প্রস্তাব দেন ফয়সাল। তানজিলা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে কারখানা কর্তৃপক্ষকে জানায়। এতে চাকরি চলে যায় ফয়সালের।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত

তারপরও তানজিলার পিছু ছাড়েননি ফয়সাল। একপর্যায়ে রোববার রাত ৮টার দিকে তানজিলা কারখানা থেকে বের হয়ে বাসায় ফেরার পথে তার পিছু নেন ফয়সাল। এখানেও তানজিলা তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে চান্দনা চৌরাস্তা বনরুপা এলাকায় কথা কাটাকাটির একপর্যায়ে তানজিলাকে ছুরিকাঘাত করেন ফয়সাল। এতে গুরুতর আহত হন তানজিলা।

আরও পড়ুন: চট্টগ্রামে বাসচাপায় পোশাককর্মী নিহত

পরে আশপাশের লোকজন তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এসময় স্থানীয়রা ফয়সালকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে তানজিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন: ছিনতাইকারীকে ধাওয়া করে পোশাককর্মীর মোবাইল উদ্ধার করলো পুলিশ

গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।