বাবাকে হারিয়ে বিমর্ষ শিশু আনাস

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

আনাস আহমেদ আদনান। বয়স মাত্র ১৪ মাস। সারাদিন বাবার সঙ্গে খুনসুটিতেই সময় কাটতো তার। কিন্তু রোববার (২৬ ফেব্রুয়ারি) থেকে বাবাকে না পেয়ে অনেকটাই নিশ্চুপ হয়ে গেছে অবুঝ শিশুটি। খাচ্ছেও না ঠিকমতো। বারবার ‘বাবা’ ‘বাবা’ বলে ডাকছে।

রোববার দুপুরে সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আসলাম সানি (৪৮) ও শফিকুল ইসলাম রনি (৩৫) নামের দুই ভাই খুন হন। এ ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামের আরও এক ভাই আহত হন। শিশু আনাস শফিকুল ইসলাম রনির ছেলে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কথা হলে নিহত রনির স্ত্রী ও আনাসের মা সানজিদা আক্তার বিলাপের সুরে বলেন, ‘গতকাল থেকেই বাবাকে কাছে না পেয়ে ছেলেটা কেমন যেন হয়ে গেছে। ভালো করে কথা বলতে না পারলেও বারবার ‘বাবা’ ‘বাবা’ বলে ডাকছে। ছেলেকে এখন কী জবাব দেবো আমি? আমি তো একা হয়ে গেলাম। আমার ছেলেকে কীভাবে মানুষ করবো?’

আড়াই বছর আগে সানজিদা আক্তারের সঙ্গে বিয়ে হয় রনির। সুখেই দিন কাটছিল তাদের। বিয়ের এক বছর পর ঘরের মুখ উজ্জ্বল করে জন্ম নেয় আনাস। তবে এক বছরের মাথায় বাবাকে হারালো শিশুটি।

সানজিদা আক্তার বলেন, ‘আনাস ওর বাবার ভক্ত বেশি। বাবাকে না পেয়ে গতকাল থেকেই ঠিকমতো খাওয়া-দাওয়া করছে না। সামান্য জমি নিয়ে এভাবে জলজ্যান্ত দুটো মানুষকে হত্যা করে ফেললো ওরা? আল্লাহ ওদেরকে ছেড়ে দেবে না। আমার ছেলেকে যারা বাবাহারা করেছে, এর কঠিন বিচার আল্লাহ একদিন না একদিন করবেই।’

আরও পড়ুন: বোন-দুলাভাইয়ের সঙ্গে হজে যাওয়ার কথা ছিল রনির

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, পাঁচপাড়া এলাকার ওই তিন ভাইয়ের সঙ্গে তাদের চাচা মহিউদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। তাদের বাড়ির পাশ দিয়ে সরকারি একটি সড়কের ড্রেন করা হচ্ছিল। ওই ড্রেনের জায়গা নিয়েই তর্কবিতর্কের একপর্যায়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত নিহতদের চাচাতো ভাই মো. মোস্তফা (৪০), মামুন হোসেন (৩৫), মফিজুল ইসলাম (২৫), মারুফসহ (১৮) পরিবারের সবাই পলাতক।

এদিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম। পাশাপাশি জড়িতদের সর্বোচ্চ শাস্তি প্রদানের বিষয়ে আশ্বাসও দেন তিনি।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।