সিরাজগঞ্জে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

 

সিরাজগঞ্জে নিজ বাড়ি থেকে মোয়াজ্জেম হোসেন (৫৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া থানা পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উল্লাপাড়া উপজেলার কাওয়াক নবগ্রাম এলাকার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পুলিশ সদস্য ওই গ্রামের মৃত জেফাদ আলীর ছেলে। তিনি উল্লাপাড়া থানায় কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, নিহত পুলিশ সদস্য মোয়াজ্জেম হোসেনের ছেলে-মেয়েরা দেশের বাইরে থাকেন। বাড়িতে তার স্ত্রী ও সন্তানেরা কেউ ছিলেন না। দুপুর পর্যন্ত ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় প্রতিবেশীরা জানালা দিয়ে তার শয়নকক্ষের বিছানার ওপর মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার রেজাউল করিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এ প্রসঙ্গে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, তার চাকরির মেয়াদ শেষের দিকে। এই মৃত্যুর রহস্য উন্মোচন করতে পুলিশের একাধিক তদন্তকারী সংস্থার সদস্যরা কাজ করছেন। তবে এ হত্যাকাণ্ডের নেপথ্যে পূর্বশত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এম এ মালেক/আরএইচ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।