জামাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেলো বৃদ্ধ শ্বশুরের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

বগুড়ার শেরপুরে জামাইয়ের লাঠির আঘাতে বৃদ্ধ শ্বশুরের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আব্দুস সাত্তার (৮৫) উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনি গ্রামের মৃত কাজেম উদ্দীনের ছেলে।

এদিকে ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক জামাই সোলেমান আলীকে (৬০) গ্রেফতার করেছে। তিনি একই গ্রামের মৃত হোসেন প্রামাণিকের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সম্প্রতি জমি নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জেরে সোমবার দুপুর পৌনে দুইটার দিকে জোহরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি যাচ্ছিলেন শ্বশুর আব্দুস সাত্তার। এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা জামাই সোলেমান পেছন থেকে লাঠি দিয়ে শ্বশুর সাত্তারের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ায় হাসপাতালের মর্গে রয়েছে। পাশাপাশি অভিযান চালিয়ে ঘাতক জামাই সোলেমানকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার সোলেমান আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করলেও এর কারণ জানাননি। তাই তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এজন্য মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।