বাড়ির আঙিনায় গাঁজা চাষ, যুবক আটক
সাতক্ষীরার কালিগঞ্জে অভিযান চালিয়ে বসতবাড়ির আঙিনা থেকে তিনটি গাঁজার গাছসহ ভবসিন্ধু ওরফে ধনু (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ মার্চ) ভোরে উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজ গড় গ্রাম থেকে তাকে আটক করা হয়। ভবসিন্ধু ওরফে ধনু ওই গ্রামের দিলীপ দাশের ছেলে।
আরও পড়ুন: ছাদবাগানে গাঁজা চাষ, বাবা-ছেলে গ্রেফতার
পুলিশ জানায়, উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজ গড় গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাচাষি ভবসিন্ধু ওরফে ধনুকে তার নিজ বাড়ি থেকে আটক করে। এ সময় তার বসতবাড়ির আঙিনায় চাষ করা তিনটি গাঁজার গাছ জব্দ করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান জাগো নিউজকে জানান, গাঁজাচাষি ভবসিন্ধুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/এমএস