এখন থেকে সিরাজগঞ্জেই হবে কিডনি ডায়ালাইসিস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৩ মার্চ ২০২৩

সিরাজগঞ্জে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে এখন থেকে প্রতিদিন ৮ জন কিডনি রোগীকে ডায়ালাইসিস সেবা দেবে হাসপাতালটি।

শুক্রবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেএমআই গ্রুপের যৌথ উদ্যোগে এই ডায়ালাইসিস সেন্টার চালু করা হয়।

ডায়ালাইসিস সেন্টারটি উদ্বোধন করেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. এম এ মুকিত ও জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক।

এ সময় তারা বলেন, দেশে প্রতি বছর প্রায় ২ কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়। তার মধ্যে ৫০ হাজার মানুষের কিডনি অচল হয়ে যায়। পর্যাপ্ত চিকিৎসার অভাবে প্রতি বছর ৩০ হাজারেরও বেশি কিডনি রোগী মারা যায়। সেই হিসাবে প্রতিদিন গড়ে দেশে ৮২ জন কিডনি রোগী মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের পক্ষ থেকে সারাদেশে কিডনি রোগীদের ডায়ালাইসিস ব্যবস্থার উদ্যেগ নেওয়া হয়েছে।

এ সময় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. কাওছার আলম, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক ফয়সাল হাসান মাহমুদ, পরিচালক আরমান আলী ও সহকারী পরিচালক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।