ক্যানুলা খুলতে গিয়ে শিশুর আঙুল কাটা তদন্তে কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১০:০৫ এএম, ০৫ মার্চ ২০২৩

পাবনা জেনারেল হাসপাতালে ক্যানুলা খুলতে গিয়ে শিশুর আঙুল কাটার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) গৌতম কুমার কুণ্ডুকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৫ মার্চ) হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছেন। সোমবারের মধ্যে রিপোর্ট দাখিল করবে।

PABNA-(1).jpg

হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. আকসাদ আল-মাসুর আনন জানান, বৃহস্পতিবার দুপুরে ঘটনার পর শিশুটিকে শিশু ওয়ার্ড থেকে অর্থোপেডিক ওয়ার্ডে স্থানান্তর করা হয়। শিশুটি সুস্থ রয়েছেন।

আরও পড়ুন: ক্যানুলা খুলতে গিয়ে শিশুর আঙুল কেটে ফেললেন আয়া

অভিযুক্ত আয়া আঞ্জুয়ারা খাতুন বলেন, পাঁচ বছর ধরে এখানে আয়ার কাজ করি। কাঁচি দিয়ে ক্যানুলায় লাগানো টেপ কাটতে গিয়ে আঙুলের একটু অংশ কেটে গেছে। সেটা বুঝতে পারিনি।

PABNA-(1).jpg

এর আগে ঠান্ডাজনিত রোগের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩ দিনের এক নবজাতককে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন তার বাবা চন্দন পাল৷ ২ মার্চ সকালে শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সেদিন বিকেলে তাকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানান চিকিৎসকরা। পরে দুপুরে নার্সের বদলে শিশুটির হাতে লাগানো ক্যানুলা খোলেন আঞ্জুয়ারা খাতুন নামের একজন আয়া। ক্যানুলা খুলতে গিয়ে তিনি শিশুটির হাতের একটি আঙুলের কিছু অংশ কেটে ফেলেন।

আমিন ইসলাম জুয়েল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।