বগুড়ায় ১৯ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:৫৫ এএম, ১২ মার্চ ২০২৩
প্রতীকী ছবি

বগুড়ার গাবতলীতে ১৯ মামলার আসামি নাহিদুল ইসলাম নয়নকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রাত ৮টার দিকে গাবতলীর মহিষাবন ইউনিয়নের দেবুতুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নয়ন ওই উপজেলার মরিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

আরও পড়ুন: উচ্চশব্দে মোটরসাইকেল চালানো নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৮

বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার।

তিনি জানান, নয়ন স্থানীয়ভাবে চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ মোট ১৯টি মামলা চলমান। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নয়নকে দেবুতুরপাড়া গ্রামে এক বাঁশবাগানে ফেলে রেখে যায়। স্থানীয়রা খবর দিলে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

আরও পড়ুন: মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল, লজ্জায় মায়ের অ্যাসিড পান

ওসি সনতান চন্দ্র সরকার আরও বলেন, নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।