ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় কবি-সাংবাদিকসহ আহত ১২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৮ মার্চ ২০২৩

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় কবি-সাংবাদিকসহ ১২ জন আহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উকিলবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন সাংবাদিক রওশন ঝুনু (২২), কবি কাজী নাসির মামুন (৫০), সামি (৫), আ. মতিন (৩৫), পারভীন (৩৪), সোয়াদ (২৩), মো. শরীফ (২৫), রাসেল (২৬), রনি মিয়া (২৫), শাহীন মিয়া (৩০)। এছাড়া অপর দুইজনের পরিচয় জানা যায়নি। আহতরা ময়মনসিংহ, নেত্রকোনা ও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ময়মনসিংহ থেকে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। ত্রিশালের উকিলবাড়ি এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পার হয়ে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ ১২ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মঞ্জুরুল ইসলাম/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।