রাজশাহীতে ৬ দোকানিকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১৯ মার্চ ২০২৩

রাজশাহীতে নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ মার্চ) শহরের সাহেব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, যেসব পণ্য রমজানে বেশি প্রয়োজন হয় সেসব পণ্যের বাজার নজরদারিতে রয়েছে। এছাড়াও ব্যবসায়ীরা যেন পণ্যের কৃত্রিম সংকট দেখিয়ে ভোক্তাদের থেকে অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে রয়েছে। যে কোনো অভিযোগ পেলে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে ৬ দোকানিকে জরিমানা

তিনি আরও বলেন, আজকের অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাখাওয়াত হোসেন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।