মাদারীপুরে বাস দুর্ঘটনা

নিহত পরিবারকে ২৫, আহতদের ৫ হাজার করে অনুদান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৯ মার্চ ২০২৩

মাদারীপুরের শিবচরে ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ১৯ জনের পরিবারকে উপজেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, নিহতদের দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ২৫ হাজার এবং আহতদের পাঁচ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

রোববার (১৯ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৭ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজনসহ ১৯ জন মারা যান। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্তে চার সদস্যের একটি কমিটি করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী দুইদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।