ইউপি নির্বাচনে অনিয়ম

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৯ মার্চ ২০২৩

সিলেট সদর উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি ওয়ার্ডে অনিয়ম ও প্রতারণার অভিযোগ এনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে। রোববার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত বৃহস্পতিবার সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী সিরাজ মিয়া এক ভোটের ব্যবধানে হেরে যান। সেলিনা বেগম নামে সংরক্ষিত নারী সদস্য পদের আরেক প্রার্থীও পরাজিত হন। ফলাফল ঘোষণার পর এই দুজন নির্বাচনে অনিয়ম ও প্রতারণার অভিযোগ আনেন।

রোববার দুপুরে তাদের দুজনের পক্ষে এলাকার শতাধিক মানুষ নির্বাচনের ফলাফলে প্রতারণার অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে যান। এসময় জেলা প্রশাসক প্রথমে স্মারকলিপি গ্রহণ করতে চাননি বলে অভিযোগ এলাকাবাসীর। এতে ক্ষুব্ধ হয়ে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। এসময় জেলা প্রশাসক গাড়িতে চড়ে কার্যালয়ের বাইরে যেতে চাইলে তার গাড়ি অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা।

খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা বিক্ষোভকারীদের শান্ত করে জেলা প্রশাসককে মুক্ত করেন।

পরে এই দুই পরাজিত প্রার্থীকে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে আজবাহার আলী শেখ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় পরাজিত প্রার্থীদের স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার আশ্বাস দেন তারা।

জেলা প্রশাসক প্রথমে স্মারকলিপি গ্রহণ করতে চাননি অভিযোগ করে সিরাজ মিয়া বলেন, ভোটে আমাদের পরিকল্পিতভাবে হারানো হয়েছে। এই অভিযোগ দিতে এলাকার ভোটাররা এখানে এসেছিল। কিন্তু জেলা প্রশাসক স্মারকলিপি নিতে না চাওয়ায় তারা কিছুটা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এ বিষয়ে এসএমপির উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কিছু লোক হট্টগোল করছে শুনে আমরা এখানে আসি। পুলিশ এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করে। এরপর জেলা প্রশাসকের গাড়ি স্থান ত্যাগ করে।

তিনি বলেন, এরপর ওই দুই প্রার্থীকে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক হয়। আমরা তাদের স্মারকলিপিটি গ্রহণ করে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছি।

ছামির মাহমুদ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।