কেজি হিসেবে তরমুজ বিক্রি করায় জরিমানা

বরিশালে কেজি হিসেবে তরমুজ বিক্রি করায় পাঁচ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর চৌমাথা বাজারসহ বিভিন্ন এলাকায় ফলের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র।
সুমি রাণী মিত্র বলেন, ব্যবসায়ীরা বেশকিছু দিন ধরেই পিস হিসেবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করছেন। এমন অভিযোগের ভিত্তিতে নগরীর বিভিন্ন ফলের দোকানে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রমজানকে কেন্দ্র করে ভোক্তা অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসআর/এএসএম