পাইকগাছায় সুপেয় পানির ব্যবস্থা করলেন এমপি বাবু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২৪ মার্চ ২০২৩
সুপেয়র পানির দুটি প্ল্যান্ট উদ্বোধন করেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু

সুপেয় পানির জন্য খুলনার উপকূলজুড়ে চলছে হাহাকার। পুকুর, ডোবার পানিই এখন তাদের ভরসা। এক কলসি পানির জন্য মাইলে পর মাইল হাঁটতে হয়।

উপকূলবাসীর কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। রমজান মাসে পাইকগাছা পৌরবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছেন তিনি।

পৌর বাজারের দলীয় কার্যালয়ের পাশে এবং শিববাটীস্থ নিজ বাড়ির পাশে দুটি পানির সুপেয় পানির প্ল্যান্ট স্থাপন করেছেন সংসদ সদস্য। দুটি প্ল্যান্ট থেকে প্রতিদিন এলাকার মানুষ সুপেয় পানি সংগ্রহ করতে পারছেন।

বাসার সামনের পয়েন্ট থেকে সকাল ৯টা থেকে ১০টা এবং দলীয় কার্যালয়ের পয়েন্ট থেকে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এক ঘণ্টা করে এলাকার মানুষ বিনামূল্যে নিরাপদ সুপেয় পানি সংগ্রহ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুটি পয়েন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, শেখ রাজু আহম্মেদ, শফিকুল ইসলাম মোড়ল, জুলি শেখ, দীপংকর মন্ডল, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, রমজান সরদার, রাশেদুজ্জামান রাসেল ও মাজহারুল ইসলাম মিথুন প্রমুখ।

আলমগীর হান্নান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।