বেগুনের নতুন জাত বারি-১২, একটির ওজন ৭০০-৮০০ গ্রাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০১ এপ্রিল ২০২৩

বারি-১২ নামে বেগুনের নতুন জাত উদ্ভাবন করেছে খাগড়াছড়ির কৃষি গবেষণা কেন্দ্র-বারি। প্রতিটি বেগুনের গড় ওজন ৭০০-৮০০ গ্রাম বা তারও বেশি। ‘বারি-১২’ জাতের এ বেগুনের আকার অনেক বড় এবং ফলনও অনেক বেশি।

চারমাস আগে পরীক্ষামূলকভাবে নতুন জাতের বারি-১২ বেগুনের চারা রোপণ করা হয়। বর্তমানে কৃষক পর্যায়ে বিতরণ করার উপযোগী হয়ে উঠেছে। এ বেগুন চাষে কৃষকরা লাভবান হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এটি বড় ফলবিশিষ্ট শীতকালীন বেগুনের একটি জাত। এর গাছ লম্বা আকৃতির, ঝোপালো ও সবুজ বর্ণের। বেগুনের আকার লম্বা আকৃতির। রবি মৌসুমে এটির ফলন হয়। প্রতি গাছে ১০-১২টি বেগুন ধরে। প্রতিটি বেগুনের গড় ওজন ৭০০-৮০০ গ্রাম। কোনোটির ওজন সর্বোচ্চ এক কেজি পর্যন্ত হয়। চারা রোপণের ১০০-১১০ দিনের মধ্যে প্রথম ফল সংগ্রহ করা যায়।

খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলতাফ হোসেন বলেন, নতুন জাতের বেগুন চাষ করে লাভবান হবেন পাহাড়ের কৃষকরা। আকার ও ওজনে বেশি হওয়ায় এ বেগুনের চাহিদাও বেশি হবে।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।