ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল-সাংবাদিকের মুক্তি দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ০১ এপ্রিল ২০২৩

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সুধী সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এসময় দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাব জানানো হয়। মানববন্ধনে গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ভয়ের সংস্কৃতি চলছে। কেউ মুখ খুলে কথা বলতে পারছে না। সাংবাদিক শামসুজ্জামান তার প্রতিবেদনে যে কথাগুলো তুলে ধরেছেন, তা সবার কথা। এটি কীভবে স্বাধীনতার পরিপন্থী হলো? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নাভিশ্বাসে উঠেছে জনজীবন। সত্য তুলে ধরার জন্য ডিজিটাল নিরাপত্তার নামে কালো আইনে বন্দি করা শামসুজ্জামানকে দ্রুত মুক্তি দিতে হবে।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল-সাংবাদিকের মুক্তি দাবি

পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার জন্য প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানান বক্তারা।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে সহ-সভাপতি নিয়াজ মুহাম্মদ খান বিটু, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, আইসিটি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, ইব্রাহীম খান সাদত, সমকালের নিজস্ব প্রতিবেদক আব্দুন নূর, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান, সিপিবি জেলা সেক্রেটারি সাজিদুর রহমান, আইনজীবী নাসির মিয়া, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদাৎ হোসেন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান পারভেজ, জাগো নিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আবুল হাসনাত মো. রাফি, আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ বক্তব্য দেন।

আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।