রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০৮ এপ্রিল ২০২৩

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকারী দলের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৮ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।

এরআগে শুক্রবার বিকেলে কক্সবাজার সদরের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে তিনটি ওয়ানশুটার গান, একটি থ্রি কোয়াটার গান, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, একটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

আটক আরিফ হোসেন ওরফে নাইগ্যা (২৭) ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প হ্নীলার মুচনীর বি ব্লকের বাসিন্দা। বৃহস্পতিবার একই ঘটনায় চকরিয়া হতে তিনজনকে অস্ত্রসহ আটক করে র‌্যাব।

সাইফুল ইসলাম সুমন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আরসা বাহিনীর কাছে অস্ত্র সরবরাহের খবর পেয়ে বাহারছড়ায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। র‌্যাবের অভিযান টের পেয়ে পালানোর সময় একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে তিটি ওয়ান শুটার গান, এটি থ্রি কোয়াটার গান, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, একটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ যুবক গ্রেফতার

আরও পড়ুন: গুলশান হামলার ৪ অস্ত্র সরবরাহকারী কারাগারে

র‌্যাব-১৫ অধিনায়ক আরও বলেন, আরসা সংগঠনকে অস্ত্র সরবরাহকারিদের চিহ্নিত করে আটক করছি আমরা। ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

সামরিক নিপীড়ন শুরুর পর আশির দশক থেকেই হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে পাড়ি জমানো আরম্ভ করে। ২০১৭ সালের আগে অন্তত সাড়ে তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। ২০১৭ সালের ২৫ আগস্ট নতুন করে মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ নিপীড়ন শুরু হলে এক বছরে চলে আসে সাড়ে সাত লাখ রোহিঙ্গা। মানবিক কারণে তাদের আশ্রয় দিতে রাজি হয় বাংলাদেশ।

ইউএনএইচসিআরের পরিসংখ্যান মতে, বর্তমানে সাড়ে ১২ লাখ রোহিঙ্গার উপস্থিতি রয়েছে। তবে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিবন্ধন অনুসারে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ ১৮ হাজার ৫৮৬ জন।

সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।