দিনাজপুরে অস্ত্র উদ্ধার


প্রকাশিত: ০৩:৫৯ এএম, ০৬ মার্চ ২০১৬
ফাইল ছবি

দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোর ৫ টায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুর বাজার আব্দুর রশিদের বাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বীরগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুর বাজারে আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘরের ভিতরে একটি ধানের গুড়ার বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো একটি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রশিদসহ বাড়ির সকলে পালিয়ে যায়।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, অস্ত্রটি পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। এটি কি ধরনের আগ্নেয়াস্ত্র, কত রাউন্ড গুলি আছে জেলা শহর থেকে অস্ত্র বিশেষজ্ঞ আসার পর এই বিষয়গুলো সম্বন্ধে বিস্তারিত জানা যাবে।

এমদাদুল হক মিলন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।