এক থ্রি-পিসের দুই মূল্য, জরিমানা ৫ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১০ এপ্রিল ২০২৩
ঈদ মার্কেটে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

ঈদকে ঘিরে সিরাজগঞ্জে ইচ্ছামতো মূল্য বসিয়ে থ্রি-পিস ও জুতা বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিবদপ্তর।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে জেলার উল্লাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

তিনি বলেন, একই থ্রি-পিসের দুই মূল্য চাওয়ায় সিহাব বস্ত্রালয়কে ৫ হাজার, বাটা জুতার মূল্য টেম্পারিং করায় পাপিয়া সুজকে ৫ হাজার ও বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় দত্ত অ্যান্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম এ মালেক/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।