সৈকতে নিখোঁজের ৪৯ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ২৭ এপ্রিল ২০২৩

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছিলেন হিমেল আহমেদ (২৪) নামে এক পর্যটক। নিখোঁজের ৪৯ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌর শহরের নুনিয়ারছড়াস্থ বাঁকখালী নদীর মোহনায় মরদেহটি ভেসে আসে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, পর্যটকের মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি গাজীপুরের কালিয়াকৈর এলাকার মো. আক্কাসের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জাগো নিউজকে বলেন, হিমেল আহমেদসহ তিন বন্ধু কক্সবাজার আসেন ২২ এপ্রিল। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় হিমেল তার অপর বন্ধু আরমান ও ইমরানকে সঙ্গে নিয়ে সৈকতে গোসলে নামেন। ভেসে যাওয়ার সময় ইমরানকে উদ্ধার করে লাইফ গার্ডকর্মীরা। কিন্তু হিমেল নিখোঁজ ছিলেন। ওই দিন দুপুর দেড়টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে গোসলে নেমে শাহাজাহান (৪০) নামে আরেক পর্যটকের মৃত্যু হয়েছে। শাহজাহান চট্টগ্রামের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

সায়ীদ আলমগীর/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।