৯৯৯-এ কলে গভীর সাগর থেকে ১৯ জেলে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২৯ এপ্রিল ২০২৩

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন পয়েন্টে ভাসতে থাকা ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। জাতীয় নিরাপত্তা সেবা ৯৯৯-এ কলের সহযোগিতায় শনিবার (২৯ এপ্রিল) দুপুরে গভীর সাগর থেকে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

jagonews24

তিনি বলেন, গত ২৩ এপ্রিল এফ বি ‘সজীব-১’ নামে একটি ট্রলার মাছ ধরার জন্য ভোলার মনপুরা থেকে সাগরে যায়। একপর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি গভীর সমুদ্রে ভাসতে থাকে। পরে ২৮ এপ্রিল ট্রলারটি থেকে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করে সহযোগিতা চাওয়া হয়।

লুৎফুল লাহিল আরও বলেন, খবর পেয়েই কোস্টগার্ড বঙ্গোপসাগরে জেলেদের উদ্ধারে কাজ শুরু করে। পরে শনিবার কক্সবাজার থেকে ২২ দশমিক ৫ নটিক্যাল মাইল দূর থেকে ১৯ জেলেসহ ট্রলারটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জেলেদের চিকিৎসা ও খাবার সরবরাহ করা হচ্ছে।

সায়ীদ আলমগীর/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।