বরিশাল সিটি নির্বাচন

মেয়র-কাউন্সিলর পদে ১৯৮ প্রার্থীর মনোনয়ন জমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১৬ মে ২০২৩

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল আজ। এ নির্বাচনে লড়াই করতে মঙ্গলবার (১৬ মে) পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে মোট ১৯৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে মেয়র পদে ১০ জন, ৩০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৬ এবং সংরক্ষিত ১০ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার শেষদিনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন।

এর আগে আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, জাকের পার্টির মিজানুর রহমান হাওলাদার এবং স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার, লুৎফর কবির, মো. আসাদুজ্জামান, নেছার উদ্দিন, সৈয়দ ইছহাক মো. আবুল খায়ের মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিগত দিনে নির্বাচনে কী হয়েছে, না হয়েছে সেটা দেখার বিষয় না। এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ায় আমরা অঙ্গীকারবদ্ধ।

তফসিল অনুযায়ী, আগামী ১৮ মে বরিশাল সিটি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। তার পরদিন প্রতীক বরাদ্দ এবং ১২ জুন ভোটগ্রহণ হবে।

শাওন খান/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।