রোহিঙ্গা প্রত্যাবাসন সেন্টার পরিদর্শন করলেন চীনের রাষ্ট্রদূত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২০ মে ২০২৩

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা প্রত্যাবাসন সেন্টার-ঘাট পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ওয়েন ইয়াও। শনিবার (২০ মে) দুপুরে টেকনাফের কেরুনতলীর রোহিঙ্গা প্রত্যাবাসন সেন্টার পরিদর্শন করেন তিনি।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার (উপ সচিব) আব্দুল হান্নান বলেন, চীনা রাষ্ট্রদূত ওয়েন ইয়াওয়ের নেতৃত্বে জাহিজিয়া ফেং, চেন জিংসহ টেকনাফের নয়াপাড়ায় অবস্থিত রোহিঙ্গা প্রত্যাবাসন জন্য তৈরিকৃত সেন্টার ও ঘাট গুলো ঘুরে দেখেন।

আরও পড়ুন: ‘রোহিঙ্গা সমস্যার কারণে পুরো অঞ্চল অস্থিতিশীল হতে পারে’

তিনি আরও জানান, এসময় চীনা পরিদর্শন টিমের সঙ্গে তিনিসহ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অতিরিক্ত কমিশনার খালিদ হোসেন ও এনএসআইর অতিরিক্ত পরিচালক মো. শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।