শাহ মখদুমের মাজার জিয়ারত করে মনোনয়নপত্র জমা দিলেন স্বপন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২১ মে ২০২৩

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। রোববার (২১ মে) সকালে তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এর আগে সকালে তিনি হজরত শাহ মখদুমের (রহ.) মাজার জিয়ারত করেন।

মনোনয়নপত্র জমাদানের পর জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন বলেন, ভোট সুষ্ঠু হলে আমরা জয়লাভ করবো। আশা করছি ভোট সুষ্ঠু হবে। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। সেই হিসেবে আমরা নির্বাচনে এসেছি।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রাহাত হোসেন, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ওয়াসিউর রহমান দোলন, রাজশাহী মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম শাহিনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতাকর্মীরা।

সাখাওয়াত হোসেন/এফএ/এএসএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।