টেকনাফে ২ কেজি ক্রিস্টাল মেথসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ০৬ জুন ২০২৩

কক্সবাজারের টেকনাফে দুই কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) মেহেদি হাসান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আলুগোলা এলাকা থেকে এসব মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেহেদি খোনকার পাড়া এলাকার মো. নবী হোসেনের ছেলে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির দুটি টহলদল আলুগোলা এলাকায় অভিযান চালায়। সীমান্তে কেওড়া বাগানে ঘোরাফেরা করতে দেখে মেহেদি নামের ওই যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যে একটি কেওড়া গাছের নিচ থেকে কালো পলিথিনে মোড়ানো একটি পোটলা জব্দ করা হয়। পোটলার ভেতরে দুই কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।

বিজিবি কর্মকর্তা আরও বলেন, মেহেদিকে জব্দ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সায়ীদ আলমগীর/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।