রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:০৯ এএম, ০৯ জুন ২০২৩
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এবার জায়গা দখলকে কেন্দ্র করে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৮ জুন) রাত ৮দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী ৮ নম্বর ক্যাম্পের ডব্লিউ ব্লকের এর সাব ব্লক এ/৪১ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনছুর আলম (৩০) ওই ব্লকের মৃত নাজীর হোসেনের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্প-৮ ডব্লিউ’র এ/৪১ ব্লকে ৭/৮ জন সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী বসতঘর ও দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে মনছুরকে গুলি করে পালিয়ে যায়। পরে এপিবিএন ও পুলিশের একটি টিম গুলিবিদ্ধ মনসুরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন>> রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসাছাত্রকে গুলি করে হত্যা

ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে বসতঘর ও দোকানের বিরোধপূর্ণ জায়গাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি শেখ মোহাম্মদ আলী।

এর আগে গত ৫ জুন উখিয়ার ক্যাম্পে বশির আহমেদ (১৯) নামে এক মাদরাসাছাত্রকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

সায়ীদ আলমগীর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।