রাজবাড়ীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:২১ পিএম, ১০ জুন ২০২৩

রাজবাড়ী সদর হাসপাতালে ১৫ বছর বয়সী এক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার (১০ জুন) সকালে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার নানি রাজু শেখকে (৩৫) অভিযুক্ত করে রাজবাড়ী সদর থানায় একটি অভিযোগ করেন।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযুক্ত রাজু শেখকে আটক করেছে। আটক রাজু রাজবাড়ী জেলা শহরের সজ্জন-কান্দা এলাকার শওকত শেখের ছেলে।

আরও পড়ুন: ঢাকায় ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার ২

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই কিশোরী বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী। ১০-১২ দিন আগে সে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এক সপ্তাহ আগে পাশের এলাকার এক সংরক্ষিত মহিলা মেম্বার তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন। ওই সময় বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে রাস্তায় দেখতে পেয়ে হাসপাতালে তার কাছে নিয়ে রাখেন। রাতে সে তার কাছে ঘুমিয়ে পড়ে। ১০ জুন মধ্যরাতে রাজু ওই কিশোরীকে কৌশলে হাসপাতালের মেডিসিন বিভাগের তৃতীয় তলার ছাদে ওঠার সিঁড়ির মধ্যে নিয়ে ধর্ষণ করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।