অপ্রাপ্ত বয়স্ক ভারতীয় মেয়েকে ফুসলিয়ে বাংলাদেশে নিয়ে আসা যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০১:৩২ এএম, ০২ জুলাই ২০২৩

প্রেমের নামে অপ্রাপ্ত বয়স্ক ভারতীয় মেয়েকে ফুসলিয়ে বাংলাদেশে নিয়ে আসার অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব। ওই যুবকের নাম আয়দোল (৩৮)। শনিবার বিকেলে ভৈরব রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) মাধ্যমে র‌্যাব-১৪ জানতে পারে যে, বাংলাদেশি এক ব্যক্তি ভারতীয় বংশোদ্ভূত অপ্রাপ্ত বয়স্ক একটি মেয়েকে (১৪) ফুসলিয়ে বাংলাদেশে নিয়ে এসেছে। তারা ট্রেনে করে ভৈরব রেলস্টেশন অতিক্রম করবে। এমন তথ্যের ভিত্তিতে বিকেলের দিকে ভৈরব রেলস্টেশন থেকে ভারতীয় মেয়ে এবং তাকে ফুসলিয়ে বাংলাদেশে নিয়ে আসা বাংলাদেশি নাগরিক আয়দোলকে আটক করা হয়।

এ বিষয়ে ভৈরব র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী বলেন, আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের বিজিবির সরাইল ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজীবুল হাসান/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।