বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো গ্যারেজ মালিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০৪ জুলাই ২০২৩

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. শরীফ (৪৫) নামে এক অটোরিকশা গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) ভোর ৪টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের বানিয়াকান্দির (বিএডিসি সার, গুদাম) সামনের গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত শরীফ একই এলাকার মৃত আমির হোসেন ছেলে।

আরও পড়ুন: প্রচার-জনবল সংকট, থুবড়ে পড়েছে সৈয়দপুর বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মো. শরীফ রাতে তার গ্যারেজে অটোরিকশাগুলো চার্জে দিয়ে সেখানেই ঘুমান এবং সকালে রিকশাচালকরা তার ঘুম ভাঙিয়ে রিকশা নিয়ে যান। প্রতিদিনের মতো আজ ভোরে অটোরিকশা নিতে এক চালক তার গ্যারেজের দরজায় ডাকলে কোনো সাড়াশব্দ না পেয়ে নিহত শরীফের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানান। পরে পরিবারের লোকজন গ্যারেজে গিয়ে তাকে বিদ্যুতের তারের সঙ্গে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গ্যারেজ থেকে এলাকাবাসীর সহায়তায় মরদেহ বাড়িতে নিয়ে যান।

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসকে রাসেল/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।