নির্বাচনের আগেই ভোটের বাক্স পূরণ হওয়ার প্রচার চলছে: পর্যটনমন্ত্রী
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে সাধারণ ভোটাররা ভোট দিতে পারবেন কি-না। নির্বাচনের আগেই ভোটের বাক্স পূরণ হয়ে যাবে। সকাল ১০টার মধ্যেই ভোট শেষ হয়ে যাবে। ভোট কেটে নেয়া হবে। কাউকে ভোট দিতে হবে না। এ ধরনের প্রচার বেশ জোরেসোরেই চলছে।
মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল আইনজীবী সমিতির শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ভবনে “বাংলাদেশের মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে রাশেদ খান মেনন এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, স্বাধীনতার মাসে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। তাই যেকোনো মূল্যে এ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করা জাতীয় কর্তব্য। তাই এ অবস্থায় জনগণ আশ্বস্ত হতে চায় তারা ভোট দিতে পারবেন কি-না। এই অবস্থায় প্রধানমন্ত্রীর অতীতে যে আওয়াজ তুলেছেন তার পুনরাবৃত্তির করে বলতে হবে ‘যার ভোট সে দেবে, লুটেরাদের রুখে দেবে’।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তৃতা করেন দিপংকর সাহা দিপু, বজলুর রহমান, শেখ টিপু সুলতান এমপি, বিশ্বজিৎ বাড়ৈ, শান্তি দাস প্রমুখ।
সাইফ আমীন/বিএ