মেহেরপুরে আ.লীগের বিদ্রোহীসহ ৮ নেতা বহিষ্কার


প্রকাশিত: ০২:৩৯ এএম, ১৬ মার্চ ২০১৬

মেহেরপুরের দারিয়াপুর ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগ নেতা তৌফিকুল বারীসহ ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নেতাকে বহিষ্কার করেছে মেহেরপুর জেলা আওয়ামী লীগ । মঙ্গলবার রাতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক এম এ খালেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত বাকী সাতজন হলেন- দারিয়াপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম পাল, প্রচার সম্পাদক জাহিদ হাসান রাজিব, দফতর সম্পাদক হাফিজুর রহমান তুফান, সদস্য রুহুল আমিন, কোষাধাক্ষ হাসান আল সবুজ পাল, সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদুল হক ও শিক্ষা বিষয়ক সম্পাদক আক্তারুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার দরিয়াপুর ইউনিয়ন নির্বাচনে দলীয় সভানেত্রী শেখ হাসিনা অ্যাড. কলিম উদ্দিনকে মনোনয়ন দেন। কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তৌফিকুল বারী বকুল বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় গঠনতন্ত্রের ৪৬ এর ঠ ধারায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা কাজে অংশ নেয়ার কারণে ওই সাত নেতাকেও বহিষ্কার করা হয়েছে।

আতিকুর রহমান টিটু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।