দুই পাচারকারীর পায়ের নিচে মিললো দু’কোটি টাকার সোনা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ৩১ জুলাই ২০২৩

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৮টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮০ লাখ টাকা।

আটকরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৬) এবং একই থানার বোয়ালিয়া গ্রামের মিকাইল ইসলামের ছেলে শাহজামাল (২৫)।

সোমবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে বেনাপোলের দৌলতপুর গ্রামের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ভারতে পাচারের সময় দুই পাচারকারীকে সোনাসহ হাতে নাতে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের স্থানীয় প্রাইমারি স্কুলের পাশে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজন পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে আটকদের অগ্রভুলাট ক্যাম্পে নিয়ে একজনের জুতার মধ্যে, অপরজনের পায়ের অ্যাংলেট মোজায় মোড়ানো অবস্থায় দুই কেজি একশো গ্রাম ওজনের ১৮ পিস সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৮০ টাকা।

আটকদের স্বর্ণ পাচার মামলায় শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত সোনা ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

জামাল হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।