জলকন্যা শিলার শুভ পরিণয় সম্পন্ন


প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৮ মার্চ ২০১৬

সাউথ এশিয়ান গেমসের সাঁতারে দুটি স্বর্ণ পদক জয়ী যশোরের মেয়ে জলকন্যা মাহফুজা আক্তার শিলার শুভ পরিণয় সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের শাহজাহান আলী রনির সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন তিনি।

যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার পাঁচকবর এলাকায় বাবার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় মাহফুজা আক্তার শিলার।

বর রনিও একজন সাতারু। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন। রনি চাঁপাইনবাবগঞ্জ জেলার রেহাইচর গ্রামের মৃত আফসার আলী ও সাজেনুর বেগমের ছেলে। তিনি ২০০৮ সাল থেকে সেনাবাহিনীতে কর্মরত।

শিলার বাবা আলী আহমদ জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে দুই পরিবারের উপস্থিতিতে শিলার বিয়ের আনুষ্ঠানিক পর্ব সম্পন্ন হয়েছে।

বর শাহজাহান আলী রনি জানান, শুক্রবার বিকেলে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় নববধূকে নিয়ে বাড়ির উদ্দেশে যাত্রা করেন। আগামী রোববার চাঁপাইনববাবগঞ্জে নিজ বাড়িতে বউভাত অনুষ্ঠিত হবে। তিনি নতুন জীবনে পদার্পণ উপলক্ষে দেশবাসীর দোয়া চান।

মাহফুজা সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ ৫২টি পদক পেয়েছেন। ক্রেস্টও পেয়েছেন অনেক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে অস্থায়ী ভিত্তিতে চাকরি করছেন।

তবে এ বছর মাহফুজার চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে। মাহফুজা চার ভাই-বোনের মধ্যে মেঝো। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় উপজেলা ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলা পর্যায়ে প্রথম হন শিলা। তারপর আর তার পিছনে ফিরে তাকাতে হয়নি।

যশোরে তার প্রথম প্রশিক্ষক ছিলেন আব্দুল মান্নান। তার সহযোগিতায় শিলা আজ জলকন্যা হতে পেরেছেন।

মিলন রহমান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।